• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আ. লীগ কর্মী ধরলেই পুরস্কার-এ প্রসঙ্গে সত্যতা জানালো ডিএমপি

প্রকাশিত: ২২:১৯, ২১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আ. লীগ কর্মী ধরলেই পুরস্কার-এ প্রসঙ্গে সত্যতা জানালো ডিএমপি

রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ধরতে পারলে প্রতিজনের জন্য পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এমন একটি খবর ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ডিএমপি।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে রবিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এমন তথ্য জানান।

রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। তবে নির্দিষ্ট কোনো বিষয়ে পুরস্কার দেওয়ার কথা জানে না ডিএমপি।

তালেবুর রহমান বলেন, ‘স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করেন, আমরা সেটি উৎসাহিত করি। এক্ষেত্রে আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। ভালো কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধানও রয়েছে। তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই।’

সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা ঢাকাবাসীকে রাত ৯টার পর হাতিরঝিলে যেতে নিষেধ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএমপি দিন-রাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমরা (ডিএমপি) আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারো চলাচলে নিরুৎসাহিত করিনি। এটা অন্য কোনো ইউনিট করে থাকলে আমার জানা নেই। আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে-নির্ভয়ে চলাফেরা করবেন।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2