নির্বাচনের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা

ছবি: সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এর জন্য প্রায় ৪শ’ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন (ইসি) বাজেট দেবে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বডি ক্যামেরা ইউএনডিপির মাধ্যমে কেনা হবে।
প্রসঙ্গত, আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এতে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন।
মন্তব্য করুন: