• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

প্রবাসীরা ভোটের নিবন্ধন ও ভোট দিবে কীভাবে? জানালো ইসি

প্রকাশিত: ১৮:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রবাসীরা ভোটের নিবন্ধন ও ভোট দিবে কীভাবে? জানালো ইসি

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যবস্থা করা হয়েছে পোস্টাল ব্যালটের (আইটি সাপোর্টেড)। এ প্রক্রিয়ায় নিবন্ধন ও ভোট প্রদানের প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইসির ওয়েবসাইটে এ সংক্রান্ত নমুনা প্রকাশ করা হয়। এতে পোস্টাল ভোটিংয়ের জন্য তালিকাভুক্তির ধাপ এবং ভোট প্রদানের ধাপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসে অবস্থানরত ভোটারদের জন্য শিগগিরই Postal Vote BD নামে একটি অ্যাপ চালু করা হবে। গুগল প্লে-স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করা যাবে। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা অনলাইনে সহজ কিছু ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। 

প্রথমে অ্যাপ চালু করে বাংলাদেশ ছাড়া অন্য দেশ নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খোলা যাবে। নিবন্ধনের সময় মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা ইনপুট দিলে নম্বর যাচাই হয়ে যাবে। এরপর ভোটারের ছবি তুলতে হবে এবং লাইভ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সেলফি তুলতে হবে এবং এনআইডির ছবি আপলোড করতে হবে, যা স্বয়ংক্রিয়ভাবে যাচাই হবে। পাশাপাশি পাসপোর্টের তথ্যও স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে। আবেদনকারীর বিদেশের ঠিকানা দিতে হবে, যে ঠিকানায় পরবর্তীতে পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে। সব ধাপ শেষে অ্যাকাউন্ট যাচাই হলে আবেদনকারী নিবন্ধিত ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। এরপর ডাকযোগে প্রবাসী ভোটারের কাছে ব্যালট পেপার পৌঁছে যাবে।

ভোট প্রদানের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রবাসীরা ডাকযোগে প্রাপ্ত ব্যালট পেপার হাতে পাওয়ার পর প্রথমে তা নিশ্চিত করবেন। এরপর মোবাইল নম্বর যাচাই এবং নিজের ছবি তোলার পাশাপাশি খামের ওপর দেয়া কিউআর কোড স্ক্যান করতে হবে। তারপর ব্যালট পেপারে প্রার্থীর নাম ছাড়া শুধু প্রতীক থাকবে। প্রতীকের পাশে নির্দিষ্ট স্থানে ভোটাররা টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন। ব্যালট পেপারের ভেতরে থাকা ঘোষণাপত্রে ভোটারকে স্বাক্ষর করতে হবে। ভোট প্রদান শেষে ব্যালট পেপার রিটার্ন খামে ভরে সেটি বন্ধ করতে হবে এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে।

আখতার আহমেদ আরও জানিয়েছেন, নির্দিষ্ট সময় অনুযায়ী প্রবাসীদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে। প্রার্থীর নাম উল্লেখ না থাকায় ভোটাররা প্রতীক দেখে সহজেই ভোট দিতে পারবেন। এ উদ্যোগ বাস্তবায়ন হলে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছে ইসি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2