• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে থাকা আ. লীগের নেতা-কর্মীদের ধরতে সহযোগিতা চায় পুলিশ

প্রকাশিত: ২২:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে থাকা আ. লীগের নেতা-কর্মীদের ধরতে সহযোগিতা চায় পুলিশ

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসসহ আত্মগোপনে থাকা আ. লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে নগরবাসীর সহযোগীতা চায় ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

পুলিশ বলছে, দল মতের উর্ধ্বে আগে দেশ। আইন, শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে নগরবাসীকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ ডিএমপির।

ডিএমপি জানিয়েছে, যারা তথ্য দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড দেওয়া হয়। গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে। 

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে জনসাধারণ পুলিশকে সহয়তা করেছে। আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহয়তা করবে। 

নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনস্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, যুগ্ম কমিশনার (অপারেশনস) শহীদুল্লাহ ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2