• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করলেন মৎস্য উপদেষ্টা 

প্রকাশিত: ১৭:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করলেন মৎস্য উপদেষ্টা 

ছবি: ফরিদা আখতার

মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে, ইলিশের উৎপাদন কমছে। ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।  

উপদেষ্টা ফরিদা আখতার জানান, পূজা উপলক্ষ্যে এ বছর এখন পর্যন্ত ভারতে রফতানি করা হয়েছে ১০৩ টন ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করেছে, সাড়ে ১২ ডলার। সে হিসাবে রফতানি মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৭৭ লাখ টাকা।

আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার কথাও জানান উপদেষ্টা৷ 

এ সময়ে তিনি আরও বলেন,  ৩৭ জেলার ১৬৫ টি উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ভিজিএফ চাল দেওয়া হবে। এ কার্যক্রমে সাড়ে ১৫ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2