• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় ভিসা জটিলতা সমাধানের বিষয়ে যা বরলেন প্রনয় কুমার ভার্মা 

প্রকাশিত: ২০:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতীয় ভিসা জটিলতা সমাধানের বিষয়ে যা বরলেন প্রনয় কুমার ভার্মা 

পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিলতার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা। তবে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে বলে জানান তিনি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন হাইকমিশনার প্রনয় কুমার।

পরিদর্শন শেষে প্রনয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।

এর আগে, কুমুদিনী হোমসের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কর্তৃপক্ষ হাইকমিশনারকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময়, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের এম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2