• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ইসরাইলের প্রতি বাংলাদেশের তীব্র নিন্দা

প্রকাশিত: ১১:৩৫, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:২১, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ইসরাইলের প্রতি বাংলাদেশের তীব্র নিন্দা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি দখলদার বাহিনীর হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে গাজার উদ্দেশ্যে যাওয়া একটি মানবিক সহায়তাকারী নৌবহর আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন এবং যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার বলে আখ্যা দিয়েছে ঢাকা।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বাংলাদেশ ইসরাইলের প্রতি অবিলম্বে এবং নিঃশর্তভাবে আটক সব মানবিক সহায়তা কর্মী ও অ্যাক্টিভিস্টদের মুক্তি দেওয়ার এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশ ইসরাইলকে তার অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং গাজা উপত্যকায় অবিলম্বে গণহত্যা বন্ধ ও মানবিক অবরোধ তুলে নিতে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মানবিক সহায়তা নৌবহরটি দখলদার ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতিনিধিত্ব করে। ইসরাইলি বাহিনীর উচিত গাজায় বেসামরিক জনগণের জন্য বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা।

বাংলাদেশ সরকার ও জনগণ এই চরম দুর্দশা ও ভোগান্তির সময়ে ফিলিস্তিনের জনগণের সঙ্গে অবিচল সংহতি বজায় রাখার কথা পুনরায় নিশ্চিত করেছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2