• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

নাহিদ ইসলামের মন্তব্য ব্যক্তিগত: রিজওয়ানা হাসান

প্রকাশিত: ১৭:০৫, ৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নাহিদ ইসলামের মন্তব্য ব্যক্তিগত: রিজওয়ানা হাসান

ছবি: রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে- বলেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি একথা বলেন। নাহিদ ইসলামের মন্তব্য ব্যক্তিগত বলেও মন্তব্য করেন তিনি।  

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিস্থিতি স্থিতিশীল আছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। জানান, বিচারের ক্ষেত্রে কমিটমেন্ট আছে। বিচার বিচারের মতো চলবে। সুবিচার নিশ্চিত হোক সেটাই চাওয়া। অনেক বড় বিষয়ে ঐকমত্য হয়েছে। চাপিয়ে দেওয়ার বিষয় নয়, সংস্কার প্রশ্নে ঐকমত্য হবে বলে প্রত্যাশা তার। 

রিজওয়ানা হাসান বলেন, কোন রাজনৈতিক দলের অংশ নেওয়া না নেওয়া আইনি বিষয়। এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গ রিজওয়ানা বলেন, অভিমান নাকি অন্য কিছু থেকে তার এমন মন্তব্য সেটা নাহিদই পরিষ্কার করবেন। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2