জুলাই সনদের উপর ফ্যাসিস্টদের বিচারকার্যক্রম নির্ভর করে না: অ্যাটর্নি জেনারেল

ছবি: অ্যাটর্নি জেনারেল
জুলাই সনদের উপর ফ্যাসিস্টদের বিচারকার্যক্রম নির্ভর করে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (১৮ অক্টোবর) বিএফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত এক ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন।
এটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হোক বা না হোক ফ্যাসিষ্টদের বিচার হবেই। জুলাই সনদ হলেই যে বিচার প্রক্রিয়া দ্রুত হবে বা না হলে হবে না এমন কোন বিষয় নেই। বিচার প্রক্রিয়া আইনানুযায়ীই চলবে। দায়িত্ববোধ থেকে জুলাই গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ অনেক পিছিয়ে পড়বে বলে শংকা প্রকাশ করেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, ৯০ এর গণ অভ্যুত্থানের পর ২৪ এর গণ অভ্যুত্থান রাজনীতির ইতিহাসে অসাধারণ দৃস্টান্ত হয়ে থাকবে। এতো মানুষের রক্ত এবং পঙ্গুত্বে অর্জিত জুলাই সনদ ব্যর্থ হতে পারে না বলে মনে করেন দেশের প্রধান আইন কর্মকর্তা।
এসময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদ ব্যর্থ হলে ফ্যাসিবাদ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশংকা রয়েছে, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে জুলাই সনদ বাস্তবায়নের ওপর।
বিভি/এমআর
মন্তব্য করুন: