বাংলাদেশ-হংকং ম্যাচ দেখাবে না টিভি চ্যানেল, খেলা দেখবেন যেভাবে

এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ফিরতি ম্যাচে আজ হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ। হংকং এর ৫০ হাজার আসন বিশিস্ট কাই তাক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। ফুটবলপ্রেমীরা বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখতে পারবেন না। কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে দেশের ওটিটি অ্যাপ বঙ্গতে।
গত ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচে হংকং এর কাছে ৪-৩ গোলে হেরেছিলো বাংলাদেশ। ঐ পরাজয়ে গ্রুপ 'সি' থেকে চূড়ান্ত পর্বে খেলার আশা শেষ বাংলাদেশের। এখন গ্রুপে অবশিষ্ট ম্যাচগুলোতে যতটা সম্ভব ভালো রেজাল্ট করে ফিফা র্যাংকিংয়ে উন্নতি করাই লক্ষ্য বাংলাদেশের।
‘সি’ গ্রুপে চার দলের লড়াইয়ে ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নীচে জামাল-হামজারা। আর বাংলাদেশকে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে হংকং। এখন বাংলাদেশকে ফিরতে পর্বে হারাতে পারলে ২০২৭ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের লক্ষ্যে আরো এগিয়ে যাবে হংকং। গ্রুপে সিঙ্গাপুর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টিকে আছে। ভারত ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে।
ফিফা র্যাংকিংয়ে 'সি' গ্রুপে চার দলের লড়াইয়ে ভারত, হংকং ও সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশ পিছিয়ে থাকলেও, হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান, ফাহমিদুলদের মত প্রবাসী ফুটবলারদের নিয়ে দল গড়ায়; বাংলাদেশের ভালো সম্ভাবনা ছিলো চূড়ান্ত পর্বে খেলার।
সেই পরিকল্পনায় স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা তিনটি হোম ম্যাচে থেকে পূর্ণ ৯ পয়েন্টের পরিকল্পনা করলেও; সিঙ্গাপুর ও হংকং এর বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে। এই দুই পরাজয়ের জন্য কোচের দল নির্বাচনের ভূল পরিকল্পনাকে দায়ী করেছেন স্থানীয় ফুটবল কোচেরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: