‘সংস্কার দিয়েই ভাঙতে হবে লুটপাটের অর্থনীতিকে’

ফাইল ছবি
সিপিডির সম্মানীয় ফেলো, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার দিয়েই ভাঙতে হবে লুটপাটের অর্থনীতিকে। সংস্কারের রূপরেখা করা যতো সোজা, বাস্তবায়ন করা ততো সোজা নয়।
শনিবার (১৮ অক্টোবর) বাণিজ্য বিষয়ক এক সেমিনারে ড. দেবপ্রিয় বলেন, রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। এটা অতীতে নষ্ট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে হবে জানিয়ে তিনি বলেন, অর্থনীতির জন্য রাজনীতিও ঠিক থাকতে হবে। সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে কর্মসংস্থানের মহা ঘাটতি চলছে। এ দিকে নজর দিতে হবে। শিক্ষাখাত বেহাল অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, এরফলে মানবসম্পদ তৈরি হচ্ছেনা। বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না বলে দেশে এখন বিনিয়োগের খরা চলছে বলেও মনে করেন ড. হোসেন জিল্লুর রহমান।
বিভি/এসজি
মন্তব্য করুন: