দেশ পেরিয়ে- পর্ব ৪
ইউরোপে পৌঁছানো পরবর্তী জটিলতা ও করণীয়
ডয়চে ভেলে ও বাংলাভিশনের যৌথ প্রযোজনায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘দেশ পেরিয়ে’। ইউরোপে অভিবাসন বিষয়ে এটি আমাদের নতুন আয়োজন। মোট পাঁচটি পর্বে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। গত ১০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে বাংলাভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।
চতুর্থ পর্বের বিষয়: ইউরোপে পৌঁছানো পরবর্তী জটিলতা ও করণীয়। নানা প্রতিকূলতা পেরিয়ে ইউরোপে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের অফারলেটার যোগাড় করেন অনেকে। তারপরও অনেক শিক্ষার্থীকে ভিসা সংক্রান্ত জটিলতায় কারণে যেতে পারেন না ইউরোপ৷ কেউ কেউ দুই বছর বা তারও বেশি অপেক্ষার পর পান ভিসা৷ কিন্তু ততদিনে হয়তো আর অফারলেটারের কার্যকারিতা থাকে না৷ এর সমাধান কী? তাই দেখানো চেষ্টা করা হবে।
শিক্ষার্থী কিংবা শ্রমিক বা পরিবারের সঙ্গে থাকতে কেউ যদি এখন ইউরোপ যেতে চান তাহলে তাকে নানা ধরনের জটিলতায় পড়তে হয়৷ একে তো ভিসার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়, তার ওপর সব দেশের এম্বেসি নেই বাংলাদেশে৷
যেমন শিক্ষার্থীদের ক্ষেত্রেই দেখুন৷ নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের অফার লেটার যোগাড় করেন তারা৷ তারপরও অনেক শিক্ষার্থী কেবল ভিসা সংক্রান্ত জটিলতার কারণে যেতে পারেন না ইউরোপ৷ কেউ কেউ দুই বছর বা তারও বেশি অপেক্ষার পর পান ভিসা৷ কিন্তু ততদিনে হয়তো আর অফার লেটারের কার্যকারিতা থাকে না৷ এর সমাধান কী?
অবশ্য এত বাধা পেরিয়েও ইউরোপে যেতে চান অনেকে৷ কোনো কোনো দেশের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ থাকে বেশি৷ যেমন, ইউরোপের দেশ জার্মানিতে টিউশন ফি না থাকায় এবং পড়াশোনার মান ভালো হওয়ায় অনেকে সেখানে যেতে চান৷ যারা গেছেন, তারা কেমন আছেন?
শিক্ষা অভিবাসন নিয়ে আমরা আরো কথা বলবো৷ গত কয়েক বছর ধরে বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপের কোনো কোনো দেশে পড়াশোনা করতে যেতে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে৷ দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে৷ বিশেষ করে জার্মানির মতো উন্নত দেশগুলোতে৷ এর কারণ কী বলে আপনি মনে করেন?
বাংলাদেশে সব দেশের এম্বেসি নেই৷ তাই আগে ভিসা আবেদন করতে যেতে হতো ভারতে৷ এখন যেহেতু ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তাতে সেখানে যাওয়াটাও কঠিন হয়ে পড়েছে৷ বাংলাদেশে বিভিন্ন দেশের এম্বেসি করার আগ্রহ তৈরি করা যায় কেমন করে?
ইউরোপের অনেক দেশে ভাষা একটা বড় বাধা অভিবাসীদের জন্য৷ শিক্ষার্থীদের ভাষায় দক্ষ করে পাঠানোর ব্যাপারে কী ধরনের উদ্যোগ দরকার বলে মনে করেন?
বিভি/এজেড
মন্তব্য করুন: