• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ঢাকা থেকে ডাইভার্ট হয়ে ৮টি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রাম বিমানবন্দরে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:৩৪, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৩৪, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা থেকে ডাইভার্ট হয়ে ৮টি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রাম বিমানবন্দরে

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে ৮টি ফ্লাইট ঢাকা থেকে ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ এসব ডাইভার্ট ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টারমিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ৮টি ফ্লাইট ঢাকা থেকে ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

বিকেল ৪টা নাগাদ চট্টগ্রাম টু ঢাকাগামী দুইটি ডমেস্টিক ফ্লাইট এবং অপর দুইটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করে।এর মধ্যে একটি ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যাংকক টু ঢাকা এবং এয়ার আরাবিয়া এর মধ্যপ্রাচ্য টু ঢাকা।

সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ ঢাকা থেকে আরও ৪ টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসছে। তন্মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ২টি ফ্লাইট রয়েছে। অর্থাৎ সর্বমোট ৮ টি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট এখনো পর্যন্ত ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড আজ রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2