বাংলাদেশের জলসীমায় মাছ ধরার দায়ে ভারতীয় ১৪ জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অবৈধভাবে মাছ শিকারের সময় ১৪ ভারতীয় জেলেসহ এফবি সুভযাত্রা নামক একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহিদ আক্তার উদ্দিন বাংলাদেশের জলসিমায় টহল দেওয়ার সময় আটক করে ভারতীয় জেলেদের। এর পর জেলেসহ ফিশিং বোটটি সন্ধ্যায় মোংলা থানা পুলিশের কাছে নৌবাহিনীর সদস্যরা।
এ তথ্য নিশ্চিত করেন, মোংলা উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মো জাহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে এলাকা থেকে মাছ ধরার দায়ে ১৪ জেলেসহ ভারতীয় ফিশিং বোটটি জব্দ করা হয়। ফিশিং বোটটিতে বিপুল পরিমান ইলিশসহ নানা প্রজাতির সাগরের মাছ রয়েছে। ওইসব মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। বিক্রি করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আনিসুর রহমান জানান, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমা লংঘনের দায়ে মামলা দায়ের করা হবে। এর পর রবিবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে গেল ১৪ জুলাই ও ৩ আগস্ট দুই দফায় ৩টি ফিশিং বোট বাংলাদেশের জলসীমা থেকে আটক করে নৌবাহিনী।
বিভি/এজেড
মন্তব্য করুন: