• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

জেনে নিন বায়ুমানে বিশ্বে আজ ঢাকার অবস্থান

প্রকাশিত: ০৯:২৯, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জেনে নিন বায়ুমানে বিশ্বে আজ ঢাকার অবস্থান

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিলো ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এতে বায়ুমানে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ৭ নম্বরে আছে ঢাকা।

এদিকে ঢাকায় দূষণের শীর্ষে আছে- মিরপুরের পল্লবী, কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং, পুরান ঢাকার বেচারাম দেউড়ি।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে জানা গেছে এসব তথ্য।  

৩৪২ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। ২৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, ১৪৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর এবং ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতে কলকাতা।  

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2