নিষিদ্ধ সংগঠন দমনে প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার

ছবি: শেখ মো. সাজ্জাদ আলী
নির্বাচনকে ঘিরে যে কোনো অপশক্তি রুখতে প্রস্তুত পুলিশ। নিষিদ্ধ সংগঠন কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে, জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের সেমিনারে তিনি একথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ সংগঠন বিছিন্নভাবে মিছিল করে সামাজিক মাধ্যমে আপলোড দিচ্ছে, বাস্তবে তার কোনো ভিত্তি নেই।সন্ত্রাসীদের প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমনে প্রস্তুত পুলিশ।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত দল ককটেল বিস্ফোরণ, নাশকতার চেষ্টা করছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে—যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।
কমিশনার আরও বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা এবং ফুটপাত ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব বলে মত তার।
বিভি/এআই
মন্তব্য করুন: