জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ প্রণয়ন করেছে, বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩৪টি রাজনৈতিক দলের সাথে আলোচনা ও সংলাপের ভিত্তিতে এই সনদ তৈরি করা হয়েছে।
গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষর করা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা এই সনদে স্বাক্ষর করেন।
তবে, বহুল আলোচিত রাজনৈতিক দল এনসিপি এই সনদে সই করেনি বা অনুষ্ঠানেও উপস্থিত ছিল না। সনদ কার্যকরের উপায় সম্পর্কে সুষ্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সনদে সই করবে না বলে জানিয়েছে। এমন পরিস্থিতিতে দলটির সাথে আজ (২৫ অক্টোবর) বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: