শাহজালালের অগ্নিকাণ্ড তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীনসহ ৪টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছে কার্গো ভিলেজ লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করেছে ফয়ার সার্ভিস। তবে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি কিছুটা জটিল হয়।
এছাড়া, বিমানবন্দরে দ্রুত ইলেকট্রিক গেট স্থাপন কারার পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: