• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

বিমানবন্দর স্টেশনে রাজশাহী থেকে আসা বিদেশি অস্ত্রের চালান জব্দ

প্রকাশিত: ১৫:৪৫, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিমানবন্দর স্টেশনে রাজশাহী থেকে আসা বিদেশি অস্ত্রের চালান জব্দ

রাজধানী ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনের বগি থেকে ৮টি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও গান পাউডার উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে বনলতা এক্সপ্রেস নামক ট্রেনটির খ নম্বর বগির এক নম্বর কেবিনে পরিত্যক্ত অবস্থায় ট্রলিব্যাগে অস্ত্র পাওয়া যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। 

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2