• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের 

প্রকাশিত: ১৬:০৯, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের 

মেট্রোরেলে আগুন লেগেছে—এমন দাবিতে প্রচারিত একটি ভিডিওকে এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। 

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। 

ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, ঢাকায় চলাচলরত মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। সেখানে দেখা যায়, মেট্রোরেলের একটি ট্রেন লাইনের ওপর কাত হয়ে পড়ে আছে এবং একটি অংশে আগুন জ্বলছে। মেট্রোরেলের লাইনের নিচে পথচারীরা ওই দৃশ্যের ভিডিও ধারণ করছে।

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসলে এআই জেনারেটেড। ঢাকায় মেট্রোরেলে সম্প্রতি এমন কোনো আগুনের ঘটনা ঘটেনি। ভিডিও বিশ্লেষণে দেখা যায়, মেট্রোরেলের চলাচলের রাস্তার পাশে রেলিং রয়েছে। ফলে ঢাকায় নির্মিত মেট্রোরেলের চলাচল পথে দেখা যায় না। 

এছাড়া ট্রেনটি যেভাবে কাত হয়ে ঝুলছে তা দৃশ্যত অস্বাভাবিক। দেশীয় সংবাদমাধ্যমেও ঢাকায় মেট্রোরেলে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে ভিডিওটি নিয়ে অধিকতর যাচাইয়ে ডিপফেক শনাক্তের টুল ‘হাইভ মডারেশন’ ভিডিওটিকে বিশ্লেষণ করে জানায়, এটি এআই জেনারেটেড কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ। 

এছাড়া ডিপফেক শনাক্তের আরেক টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর সাহায্যে যাচাই করেও দেখা যায়, একাধিক মডেল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে। ফলে ফ্যাক্টওয়াচ মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে প্রচারিত ভিডিওগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট-চেক করে সত্য তুলে ধরা ও গুজব প্রতিরোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশের কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার এবং ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোর বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2