• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

২০০ মানুষের ওমরার টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সি মালিক

মামুন আব্দুল্লাহ

প্রকাশিত: ০৯:১৩, ১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২০০ মানুষের ওমরার টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সি মালিক

প্রায় ২০০ লোকের ওমরার টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সির মালিক। ‘আল-ফারুক এয়ার ইন্টারন্যাশনাল’র লুৎফুর রহমান ফারুকীর বিরুদ্ধে রয়েছে প্রতারণার নানা অভিযোগ। গত ৬ বছর ধরে হাজীদের নানাভাবে হয়রানি করছেন এই ফারুকী। থানায় গেলেও সুরাহা মিলছে না ভুক্তভোগীদের।

যদিও, নিজের মুখেই স্বীকারোক্তি দেন ফারুকী। গত ২৫ বছর হজ নিয়ে ব্যবসার ফাঁদ পেতেছেন এই ব্যক্তি। ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছেন তিনি। কম টাকায় হজ করিয়ে আনার অফার দিয়ে আসছে, নয়াপল্টন এলাকার আল ফারুক এয়ার ইন্টারন্যাশনাল। কয়েকশো হজযাত্রীর কাছ থেকে নিয়েছেন, মোটা অঙ্কের টাকা। এরপর একদিন অফিসে তালা। মাথায় হাত ওমরার জন্য টাকা দেওয়া ভুক্তভোগীদের। 

প্রতারণার শিকার ব্যক্তিরা বলছেন, অভিযুক্তর বিরুদ্ধে মামলা দিতে গেলে প্রথমে গড়িমসি করে পল্টন থানা। এক পর্যায়ে মামলা নিলেও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তাদের।

জবাবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্বাস দেন, তদন্ত স্বাপেক্ষে অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

এ বিষয়ে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ- হাব’র মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এই প্রতারকের লাইসেন্স এরই মধ্যে বাতিল করা হয়েছে। তবে, অন্য নামে লাইসেন্স নিয়ে করেই যাচ্ছেন প্রতারণা। 

ভুক্তভোগীরা বলছেন, আল ফারুক এয়ার ইন্টারন্যাশনাল ছাড়াও ঢাকা হজ্ব কাফেলা, তানভীর এয়ার ইন্টারন্যশনালসহ বেশ কিছু হজ এজেন্সি পরিচালনা করে প্রতারণা করছে লুৎফুর রহমান ফারুকী। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2