• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ডিজিটাল শাটডাউন হতে পারে দেশ: বিটিআরসির সামনে হাজারো ইন্টারনেট ব্যবসায়ী

প্রকাশিত: ১৬:২৮, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৮, ৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডিজিটাল শাটডাউন হতে পারে দেশ: বিটিআরসির সামনে হাজারো ইন্টারনেট ব্যবসায়ী

খসড়া গাইডলাইন সংশোধনের দাবিতে বিটিআরসির সামনে অবস্থান নিয়েছে হাজারেরও বেশি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশ (আইএসপিএবি) ব্যবসায়ীরা। জানা গেছে সারা দেশ থেকে দেড় হাজারেরও বেশি ইন্টারনেট ব্যবসায়ীরা এই অবস্থান কর্মসূচীতে অংশ নিয়েছে। 

তারা বলছেন, প্রস্তাবিত খসড়া গাইডলাইনে অন্যায্য ভাবে ভ্যাট/ট্যাক্স বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে ইন্টারনেটের দাম কয়েকগুন বেড়ে যাবে যার গ্রাহকের ঘাড়ে বর্তাবে। 

এর আগে সকালে মহাখালীর রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি আব্দুল হাকিম বলেন, আগামী তিন চার মাসের মধ্যে দেশ ডিজিটালি শাটডাউন হতে পারে। 

মো. আমিনুল হাকিম বলেন, ‘নতুন খসড়া গাইডলাইন অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের ওপর রেভিনিউ শেয়ারিং ও উচ্চ লাইসেন্স ফি আরোপের ফলে ব্রডব্যান্ড প্যাকেজের দাম সরাসরি বেড়ে যাবে। এটি শুধু গ্রাহকদের ক্ষতি করবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলবে।’

তিনি বলেন, ‘আমাদের দাবি, গাইডলাইন সংস্কার করে সেবার খরচ কমানো হোক, যাতে ইন্টারনেট সেবা সাশ্রয়ী ও সবার জন্য সহজলভ্য থাকে। ইন্টারনেটের মূল্য নির্ধারণে আমরা জনগণের এবং ব্যবহারকারীদের পাশে চাই।’

তিনি বলেন, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৫০০ টাকার সংযোগে খরচ ১০০ এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা। টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যেতে পারেও বলেও জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে পলিসির বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি সাত দফা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-১: সিএমএসপি (সেলুলার মোবাইল সার্ভিস প্রোভাইডার) গাইডলাইন থেকে ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস (এফডব্লিউএ) যেমন জিপিফাই, রবি-ওয়াইফাই, বাংলালিংক ওয়াইফাই প্রভৃতির অনুমতি বাতিল। নীতিমালা অনুযায়ী এই ফিচারগুলো শুধু এফটিএস-এর আওতায় থাকা উচিত । ২:ফাইবার কানেক্টিভিটি ডেপ্লয়মেন্ট: সিএমএসপি গাইডলাইন থেকে হোম/অফিস/ইনডোর প্রাঙ্গণে ফাইবার কানেক্টিভিটি ডেপ্লয় করার অনুমতি বাতিল। ৩: ওয়াইফাই/আইএসএম ব্যান্ডের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধকরণ। ৪: অবকাঠামো শেয়ারিং সংক্রান্ত গাইডলাইন স্পষ্ট করার দাবি। ৫: এফটিএসপি রেভিনিউ শেয়ারিং ৫.৫% এবং সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) ১% বাতিল বা পুনর্বিবেচনা। ৬: আইপিটিএসপি এসএমএস সার্ভিস ও মোবাইল ডায়ালার বিষয়ে স্পষ্ট নির্দেশনা। ৭: এফটিএসপি ও জেলা এফটিএসপি লাইসেন্সধারীদের মধ্যে বৈষম্য না রাখা।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2