• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার ৩ আসনে হয়তো প্রার্থী দেবে না এনসিপি: নাহিদ ইসলাম 

প্রকাশিত: ১৪:৪৬, ৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়ার ৩ আসনে হয়তো প্রার্থী দেবে না এনসিপি: নাহিদ ইসলাম 

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে কোনো প্রার্থী নাও দিতে পারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। জানিয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।  

৩০০ আসনেই এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার দল। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সাথে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। এছাড়া, ১৫ নভেম্বরের মধ্যেই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। 

বেগম খালেদা জিয়া যে তিনটি আসন থেকে লড়বেন যেসব আসনে প্রার্থী দেওয়া বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন উনাদের সম্মানে হয়তো আমরা সেসব এলাকায় প্রার্থী দেবো না। এ ছাড়া সর্বাধিক আসনে আমরা প্রার্থী ঘোষণা করবো।

এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী ঘোষণা দেওয়া বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বেগম খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি। 


 

বিভি/এসজি

মন্তব্য করুন: