• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

একইদিনে গণভোট করতে ইসিকে চিঠি দিলো সরকার

প্রকাশিত: ১৭:০৭, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
একইদিনে গণভোট করতে ইসিকে চিঠি দিলো সরকার

ছবি: ইসি সচিব আখতার আহমেদ

একইদিনে গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একইদিনে গণভোট করতে হবে।  

শনিবার (২২ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এক্ষেত্রে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সম্প্রতি বলেছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2