ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
ছবি: সংগৃহীত
গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মধ্যমে প্রদান করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গতকাল ভূমিকম্প পরবর্তী সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে তাৎক্ষণিকভাবে জরুরি সাড়াদান কেন্দ্র চালু করেছে। কেন্দ্রের টেলিফোন নাম্বার-০২৫৮৮১১৬৫১। কেন্দ্র থেকে সকল জেলা প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য অনুসারে ঢাকায় ০৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়নগঞ্জে ০১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়েছে। সংঘটিত ভূমিকম্পের ফলে এপর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরূপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
বিভি/এআই




মন্তব্য করুন: