• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা ও ক্ষোভ

প্রকাশিত: ১৯:৪২, ২৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪২, ২৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা ও ক্ষোভ

ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের ঘটনায়  গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। 

এ বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্য করলাম যে, গত ৪ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) মানিকগঞ্জের ঘিওর উপজেলায়র জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনকালে পালাগানের একটি নির্দিষ্ট কিছু অংশ কেটে তা সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে দিয়ে ধর্ম অবমাননার অভিযোগে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়। এই ঘটনায় বাউল শিল্পী আবুল সরকারকে মাদারীপুরের একটি গানের আসর থেকে ‘নিরাপত্তার কথা বলে’  পুুলিশ  নিয়ে যান এবং পরবর্তীকে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়। ধর্মঅবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করার ঘটনায়  বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, ধর্ম অবমাননার নামে এ ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে উদ্দ্যেশ্য প্রণোদিতভবে দেশের সংস্কৃতির চর্চাকে ধ্বংস করার যে প্রবণতা দেখা যায় তা অত্যন্ত্য লজ্জাজনক ও ক্ষতিকর। বাঙ্গালী সাংস্কৃতিকে ধ্বংস করার এক ধরণের অপপ্রচেষ্টা ইতিমধ্যে ব্যাপক ভাবে ছড়িয়ে পারর একটি প্রবনতা বেশ কিছুদিন থেকেই লক্ষণীয়। একই সাথে দেশের দীর্ঘদিনের মানবতাবাদী, সহনশীল ও সমন্বিত সাংস্কৃতিক ধারার অন্যতম গুরুত্বপুর্ণ অংশ বাউল সংস্কৃতির একজন শিল্পীকে এমন অভিযোগে গ্রেফতার করা মতপ্রকাশের স্বাধীনতা ও শিল্প-সংস্কৃতির চর্চায় গুরুতর হুমকি স্বরুপ।

বিবৃতিতে আরও বলা হয়, বাউল সম্প্রদায়ের চিন্তা, দর্শন ও গান এই ভূখন্ডের সাম্য, মানবিকতা এবং মুক্তচিন্তার মূল্যবোধের সাংস্কৃতিক ভিত্তিকে ধারণ করে এসেছে। এ ধরনের শিল্পীদের ওপর দমনমূলক পদক্ষেপ দেশের সাংবিধানিক অধিকার বিশেষত মতপ্রকাশের স্বাধীনতা, শিল্প-সংস্কৃতির স্বাধীন চর্চা এবং মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী এবং একজন শিল্পীকে বিনা অপরাধে গ্রেফতারের মাধ্যমে ভয়, আতঙ্ক ও দমনমুলক পরিবেশ সৃষ্টি করা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনার পেছনের কারণ উদঘাটন, কেন বার বার ধর্মঅববামননার অভিযোগে এই ধরনের ঘটনা ঘটছে, কারা এর মদদ দাতা সেটি তদন্তের পাশাপাশি এই ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের সনাক্তকরনের মাধ্যমে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে। একই সাথে বাউল শিল্পী আবুল সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহ দেশের সকল শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2