বড়দিন-থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না। রাস্তা অবরোধ বা ব্লক করে কোনো অনুষ্ঠানও করা যাবে না।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লক করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটা গির্জার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আরও বেশি হারে গ্রেপ্তার করা, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা, ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা, পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
বিভি/এসজি




মন্তব্য করুন: