নিরাপত্তা নিশ্চিতে গানম্যান দেওয়া হলো প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদককে
ছবি: মতিউর রহমান ও মাহফুজ আনাম
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান সম্পাদকদের নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারী উদ্যোগে গানম্যান দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দুই পত্রিকার সম্পাদকদের বাসা ও অফিসে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাদের জন্য গানম্যান নিযুক্ত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৮তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার ঘটনায় ডিএমপি এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে। নিরাপত্তার স্বার্থে দুই পত্রিকার সম্পাদকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এছাড়া ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও আগুন দিয়ে হত্যা করার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। এই উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ডেভিল হান্ট ফেইজ-২ অপারেশনের আওতায় ২০০০টি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রশিক্ষণ ইতোমধ্যেই তিন ভাগের দুই ভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া বডি ওর্ন ক্যামেরা ব্যবহার ও নিরাপত্তা প্রটোকল বিষয়ক প্রশিক্ষণও তাদের দেওয়া
হয়েছে।
বিভি/এআই




মন্তব্য করুন: