• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

হাদির হত্যাকারীরা কোথায় আছে যদি জানতাম, ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৫:১১, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:১২, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদির হত্যাকারীরা কোথায় আছে যদি জানতাম, ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চোধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই। 

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম। যদি আমাদের ওইরকম খবর থাকতো ধরেই ফেলতাম।

কোথায় আছে? দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কিন্তু আমরা সঠিক স্থান জানলে ধরে ফেলতাম। হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা যে ফয়সাল, সেটা নিশ্চিত করা হয়েছে।’

এদিকে নিজের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।’


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2