• NEWS PORTAL

  • শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগে ব্যাঘাতের শঙ্কা

প্রকাশিত: ১৫:০৮, ২৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগে ব্যাঘাতের শঙ্কা

সারা দেশে ঘন কুয়াশার প্রভাবে বিমান, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। শনিবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকাল ৯টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন স্থানে ঠাণ্ডার অনুভূতিও অব্যাহত থাকবে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, যা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে একই সময়ে এই জেলায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2