স্মৃতিসৌধে পৌঁছেছেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। দেশে ফিরে দ্বিতীয় দিনেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে পৌঁছেছেন তিনি।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালের দিকে রাজধানীতে বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে রওনা হন তিনি। কিন্তু, সেখানে পৌছাতে দেরি হওয়ায় তার পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে তিনি রাত সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছান।
এদিকে, তারেক রহমানের স্মৃতিসৌধে যাওয়াকে কেন্দ্র করে প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকাটি সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে। একইসঙ্গে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। স্মৃতিসৌধ এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োজিত রাখা হয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: