• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

তালিকা থেকে ভুয়া ৭১ মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ২২:০০, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তালিকা থেকে ভুয়া ৭১ মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ভুয়া ৭১ মুক্তিযোদ্ধাকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (২০২২ সালের ১৫ নম্বর আইন) এর ৬(গ) ধারা এবং রুলস্‌ অব বিজনিস, ১৯৯৬ এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনিস) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল হওয়াদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তি মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহিদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2