• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ২২:৩৬, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে যাত্রীরা

ঘন কুয়াশার কারণে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।

বিআইডব্লিউটিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘন কুয়াশার কারণে রবিবার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, হঠাৎ করে লঞ্চ বন্ধের ঘোষণা দেয়ায় সদরঘাটে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মুহম্মদ মোবারক হোসেন বলেন, ‘সন্ধ্যার পর ঘন কুয়াশা পড়েছে। বুড়িগঙ্গা নদীতেই খানিক দূরে কিছু দেখা যাচ্ছে না। বড় নদীগুলোর মধ্যে তো কুয়াশা আরও বেশি। এ অবস্থায় লঞ্চ চালানো খুবই ঝুঁকিপূর্ণ। বিকেল সাড়ে ৫টার পরই আমরা লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি। আগামীকাল কুয়াশা না কাটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে ঘনকুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। তাই ঘনকুয়াশা থাকা অবস্থায় লঞ্চ চলাচলের অনুমতি দিয়ে ঝুঁকি নিতে রাজি নন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2