স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়ার বিষয়টি গুজব: খলিলুর রহমান
ফাইল ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নাকচ করে এটিকে গুজব বলেছেন নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন নিরাপত্তা উপদেষ্টা। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খলিলুর রহমান বলেন, আমার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে দেশের কিছু গণমাধ্যমে সংবাদ এসেছিলো।
বিভি/এসজি




মন্তব্য করুন: