• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বিজিবিকে সতর্কতা অবলম্বনে নির্দেশনা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১১:৩৭, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:৩৯, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিজিবিকে সতর্কতা অবলম্বনে নির্দেশনা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো অপরাধী বা সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেজন্য বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে যাতে পলায়ন করতে না পারে, সে বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেয়া হবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।

উপদেষ্টা বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই প্রস্তুতি নিতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2