মনোনয়ন ফরম তুলেও জমা দেননি ৮২৫জন প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। ৬৪ জেলার মতো ৩০০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৮২ জন। তবে মনোনয়ন ফর্ম তুলেছিলেন ৩ হাজার ৪০৭জন। কিন্তু জমা দেননি ৮২৫ প্রার্থী।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার ছিল রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
ইসি থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে- মোট ১০টি নির্বাচনী অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকায়। এই বিভাগে ৪১টি এলাকায় ৪৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। ফরম তুলেছিলেন ৬৩৮ জন। জমা দেননি ১৯৪ জন।
কুমিল্লা অঞ্চলে ৪৯৬জন মনোনয়ন ফরম তুললেও জমা দিয়েছেন ৩৬৫ জন। রংপুরে ৩৩৮জন ফরম তুলে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৮ জন। রাজশাহীতে ৩২৯ জন মনোনয়নপত্র তুললেও দাখিল করেছেন ২৬০।

এছাড়া খুলনা অঞ্চলে মোট ফরম তুলেছিলেন ৩৫৮জন। তবে ২৭৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বরিশাল অঞ্চলে ২১২ জন মনোনয়ন ফরম তুলে ১৬৬জন দাখিল করেছেন। সবচেয়ে কম মনোনয়নপত্র দাখিল করেছেন ফরিদপুরের প্রার্থীরা। ওই অঞ্চলে ১৬৫জন ফরম তুললেও জমা দিয়েছেন ১৪২ জন।
ময়মনসিংহে ৪০২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম তুলেছিলেন। কিন্তু জমা দিয়েছেন ৩১১ জন। সিলেট অঞ্চলেও মনোনয়নপত্র দাখিল দেড়শ ছোয়নি। ওই অঞ্চলে ১৭৬ জন প্রার্থী ফরম তুলে জমা দিয়েছেন ১৪৬ জন।
কুমিল্লা অঞ্চলে ৩৫টি নির্বাচনী এলাকার বিপরীতে মনোনয়ন ফর্ম তুলেছিলেন ৪৯৬জন। তবে শেষদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৬৫জন। ১৩১ প্রার্থী পত্র জমাই দেননি। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে মোট ২৩টি নির্বাচনী এলাকা। সেখানে ২৯৩জন মনোনয়ন ফরম তুললেও জমা দিযেছেন ১৯৪ জন।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।
আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার।
ভোটগ্রহণ, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: