আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আন্তর্জতিক গণমাধ্যমগুলোতেও জায়গা করে নিয়েছে।
গুরুত্বের সাথে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো সংবাদমাধ্যমগুলো।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসসহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করে ভোরে মারা গেছেন।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। রাজনৈতিক বৈরিতা এবং সেনাশাসন বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কথা সংবাদমাধ্যমটি বিশেষভাবে তুলে ধরেছে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন, বিবিসিও এমনটি প্রধান শিরোনাম হিসেবে প্রকাশ করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি বলছে, খালেদা জিয়ার মৃত্যুতে একটি শূন্যতা তৈরি হলো বাংলাদেশে ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: