তারেক রহমানের সঙ্গে বৈঠক, নির্বাচনে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইইউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত আগামী নির্বাচনে আরও বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে করছে বিএনপি। মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে সংস্থাটি।
মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় তারা। বিএনপির পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন বিএনপি।
নির্বাচন ও দেশের উন্নয়নে ইইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন তারেক রহমান।
এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাতদিনের শোকের শেষ দিনে অনেকে গুলশান কার্যালয়ে আসেন সমবেদনা জানাতে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: