‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন ১০২ সাংবাদিক
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ভূমিকা রাখায় স্বীকৃতি স্বরূপ ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন ১২শ জন। এরমধ্যে ১০২ জন সাংবাদিকের পাশাপাশি আহত, শহীদ পরিবার রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ও জেএএম সংস্থার সার্বিক সহযোগিতায় এই পুরুস্কার দেয়া হয়।
সাংবাদিকদের মধ্যে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাখদুম, কেফায়েত শাকিল, বাংলাদেশ টেলিভিশনের সাদ্দাম হোসাইন, মিরাজ হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের সুলতান মাহমুদ আরিফ, এখন টিভির জাওয়াদ মাহমুদ, স্টার নিউজের আরেফিন ইমন, নাজমুল ইসলাম, ইমরান হোসাইন, জনকন্ঠের আব্দুর রহিম, নাগরিক প্রতিদিনের মহিউদ্দিনসহ আরো অনেকে।
সংগঠনটির সদস্য সচিব আলামিন আটিয়া ও ডাকসুর সদস্য তাজিনুর রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি সাবেক যুগ্ম মহাসচিব চট্রগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএএম সংস্থার চেয়ারম্যান মেহরিন আনহার উজমা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, আজ আমরা মুক্ত হয়েছি জুলাই গণঅভ্যুত্থানের সফলতার কারণে। শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। অংশগ্রহণকারী সকল ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সেসময় নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে। আমরা আজ প্রাথমিকভাবে আপনাদের পাশে থাকতে পেরে আনন্দিত। আগামীতেও এই ধারা অব্যহত থাকবে। শুধু তাই নয়, আপনাদের কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায় তা নিয়েও আমরা কাজ করব।
ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্ল্যাহ জুলাই যোদ্ধাদের পক্ষে সরকারকে হুশিয়ারি দিয়ে জানান " জুলাই শহীদ ও শহীদ হাদির বিচার নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার পরিনাম ভালো হবে না। বাংলার বুকে বিদেশি আধিপত্যবাদ কায়েম করে আর কোন নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না।
বিভি/এনএম




মন্তব্য করুন: