• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়া প্রার্থীরা শঙ্কায়

প্রকাশিত: ০৮:৫৪, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়া প্রার্থীরা শঙ্কায়

মব বন্ধ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না- এমন শঙ্কা ইসিতে আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়া প্রার্থীদের। জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল নিষ্পত্তি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এবার আপিল আবেদন জমা পড়েছে ৬৪৫টি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

আবেদনের ক্রমানুসারে নির্বাচন কমিশনে প্রতিদিন ৭০টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। শুনানির জন্য শনিবার সকাল থেকেই নিজেদের মনোনয়নপত্র বৈধতার স্বপক্ষে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করতে  ইসিতে উপস্থিত হতে থাকেন প্রার্থীরা। আজ রবিবার (১১ জানুয়ারি) শুনানির দ্বিতীয় দিন।

এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনারের ‍(সিইসি) সভাপতিত্বে ৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি পরিচালনা করে। শুনানির প্রথম দিনেই প্রার্থীতা ফিরে পেয়েছেন ঢাকা- ৯ আসনের সতন্ত্র প্রার্থী তাসমিন জারা ও কক্সবাজার-২ আসনে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ মনোনয়নপত্র বাতিল হওয়া বিভিন্ন দল, জোট ও স্বতন্ত্র মিলিয়ে ৫২ জন।   

মব বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না- এমন শঙ্কায় আপিল শুনানীতে বিজয়ী প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ নেই বলেও মন্তব্য কারো কারো।  

এদিকে, পোস্টাল ব্যালেটের ভোটগণনা সংক্রান্ত মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে। এতে অংশ নেন নির্বাচনী দায়িত্ব সংশ্লিষ্টরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2