• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

সমালোচনা কখনো কখনো তা নির্দয় হয়ে যায়: আসিফ নজরুল

প্রকাশিত: ০৯:২১, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সমালোচনা কখনো কখনো তা নির্দয় হয়ে যায়: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে দেশেই থাকবেন, জবাবদিহিতাও করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, পরমতসহিষ্ণু, সৎ না হলে দেশ কোনোদিনই আগাবে না। সমালোচনার পাশাপাশি আত্মসমালোচনার আহ্বানও জানান আসিফ নজরুল।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজিআই আয়োজিত সংলাপে আইন উপদেষ্টা বলেন, সমালোচনা ঠিক আছে। কিন্তু, কখনো কখনো তা নির্দয় হয়ে যায়। বিভিন্ন আইন সংশোধনসহ সরকারের বেশ কিছু সংস্কারমূলক কাজের উল্লেখ করেন তিনি।

এদিকে, গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিস্কার করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর তৈরি হওয়া সম্ভাবনা কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর।

আলোচকরা বলেন, দেশে আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আদালতের চেয়ে মব কালচার বেশি ক্ষমতাবান বলেও সমালোচনা করেন আলোচকরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2