• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

‘ফ্রেমস অব ফ্রিডম - বিইউএফটি’ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সমাপ্ত

প্রকাশিত: ২৩:৩২, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘ফ্রেমস অব ফ্রিডম - বিইউএফটি’ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সমাপ্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী জায়ান্ট গ্রুপ প্রেজেন্টস ‘ফ্রেমস অব ফ্রিডম – বিইউএফটি’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে। 

এই প্রদর্শনীতে সারা বাংলাদেশ থেকে প্রায় ৩০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পেশার আলোকচিত্রী অংশগ্রহণ করেন। এবারের প্রদর্শনীর জন্য মোট ৭,৬৬১টি আলোকচিত্র জমা পড়ে, যার মধ্য থেকে কঠোর বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১৩০টি ছবি চূড়ান্তভাবে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়।

প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার (১২ জানুয়ারি)। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ফারুক হাসান, বিইউএফটির উপদেষ্টা প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, জায়ান্ট গ্রুপের ডিরেক্টর মিসেস শারমিন হাসান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব রেজাউদ্দিন স্টালিন, এবং পুসাবের প্রেসিডেন্ট জনাব আবদুল্লাহ আল মাহফুজ জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার বক্তব্যে আলোকচিত্রকে সাংস্কৃতিক প্রকাশ, সামাজিক বাস্তবতা ও মানবিক অনুভূতির প্রতিফলনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

পুরস্কার বিতরণী পর্বে বেস্ট ফটোগ্রাফ, জুরি অ্যাওয়ার্ড ও স্পেশাল মেনশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

প্রদর্শনীটি Co-powered by Fashion Step Group এবং পার্টনার হিসেবে পুসাব (PUSAB), দেশ টিভি, দ্য ডেইলি স্টার, নোমানস (Noman’s), এস অ্যান্ড এক্সরিস (S & Xris) এবং আর্ট অব কলোনি (Art of Colony)–এর সহযোগিতায় আয়োজিত হয়।

উল্লেখ্য, বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী জায়ান্ট গ্রুপ প্রেজেন্টস ‘ফ্রেমস অব ফ্রিডম – বিইউএফটি’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত বছরের ১৮ ডিসেম্বর। পরে প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। প্রদর্শনীটি ১৮, ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থী, পেশাদার আলোকচিত্রী, শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া লাভ করে। প্রদর্শিত আলোকচিত্রগুলো ভিজ্যুয়াল স্টোরিটেলিং, সৃজনশীল স্বাধীনতা এবং সমসাময়িক আলোকচিত্র শিল্পের উৎকর্ষকে শক্তিশালীভাবে উপস্থাপন করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2