• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

পে স্কেলে বিপুল পরিমাণে বাড়ছে পেনশন, কারা কত পাবে?

প্রকাশিত: ১৭:২৬, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পে স্কেলে বিপুল পরিমাণে বাড়ছে পেনশন, কারা কত পাবে?

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর দিল পে কমিশন। সভা সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ১০০ শতাংশ। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া পেনশনভোগীদের পেনশন ৭৫ শতাংশ বাড়বে, এবং যারা ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।

বুধবার (২১ জানুয়ারি) নবম জাতীয় পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এসব সুপারিশ করেন কর্মকর্তারা।

এতে বলা হয়, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ১০ হাজার টাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে সাধারণত ৮ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকার চিকিৎসা ভাতার সুপারিশ করা হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত