• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

কবে এলপি গ্যাসের সংকট কাটবে জানালেন জ্বালানি উপদেষ্টা 

প্রকাশিত: ১৭:৪৭, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কবে এলপি গ্যাসের সংকট কাটবে জানালেন জ্বালানি উপদেষ্টা 

রমজানের আগেই এলপি গ্যাসের সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।  

এলপিজি সংকটের কারণ হিসেবে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এলপিজি যারা আমদানি করেন তাদের সঙ্গে বসেছিলাম। তারা জানিযেছেন, ইরান থেকে দেশে এলপিজি আসতো। বর্তমানে ইরানের এলপিজি বহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার কথা তারা জানিয়েছেন।’ 

এলপিজি সংকট সমাধানের আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, ‘বিপিসিকে আমদানির অনুমতি দিয়েছি। আশা করছি রমজান মাসের আগে সমস্যার সমাধান করা হবে।’

বাজারে এলপিজির এত সংকট কেন: যা জানা গেলবাজারে এলপিজির এত সংকট কেন: যা জানা গেল
এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘একটি ক্ষেত্রে কারসাজির প্রমাণ পেয়েছি। তবে খুচরা পর্যায়ে এলপিজির দাম বাড়ার বড় কারণ সরবরাহের ঘাটতি। সিলিন্ডারের প্রাপ্যতা বর্তমানে কম।’ 

এলপিজির বাজারে ভারসাম্য আনতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারিভাবেও পরিকল্পনা নেওয়ার কথা জানান উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘এলপিজির সংকট সমাধানে যাতে গ্রাহকেরা সহনীয় দামে পায়, সেজন্য সামর্থ্যের মধ্যে সব চেষ্টা করছে সরকার। ভবিষ্যতের কথা বিবেচনায় চট্টগ্রামের হালিশহরে একটি স্টোরেজ ফ্যাসিলিটি এবং একটি জেটি নির্মাণের পরিকল্পনা নেয়া হবে।’

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত