• NEWS PORTAL

  • শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

আমৃত্যু আমি ‘জয় বাংলা’র লোক: ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ১৩:৪৫, ৮ আগস্ট ২০২১

আপডেট: ১৩:৫০, ৮ আগস্ট ২০২১

ফন্ট সাইজ
আমৃত্যু আমি ‘জয় বাংলা’র লোক: ব্যারিস্টার সুমন

যুবলীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, 'আমাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। হয়তো এক-দুই বছর পর এমনিতেই কমিটি থাকবে না। কিন্তু আমৃত্যু আমি জয় বাংলার লোক, বঙ্গবন্ধুর আদর্শের লোক।'

রবিবার (৮ আগস্ট) সকালে এক ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। এসময় দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চান যুবলীগের আইন সম্পাদকের পদ হারানো সুমন। বলেন, 'আমরা যারা একই আদর্শের সৈনিক, তাঁরা কোনো কারণে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।'

এর আগে শনিবার (৭ আগস্ট) রাতে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বাংলাভিশন ডিজিটালকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় স্লোগান দেওয়ায় শরীয়তপুরের পালং মডেল থানার ওসির তীব্র সমালোচনা করেন ব্যারিস্টার সুমন। এই কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে কি না, জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, এই ঘটনাটা তো আপনারা জানেনই। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলোর কারণ দর্শাতে তাঁকে নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় যুবলীগ তাঁকে অব্যাহতি দিয়েছে।

এর জবাব দিতে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, 'আমার মা জিজ্ঞেস করেছেন, যুবলীগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমার মন খারাপ হয়েছে কি না, আমি মাকে বলেছি, যুবলীগের পদ হারানোয় আমার মন খারাপ হয়নি। যারা আশা করে আমাকে নিয়ে এসেছিলেন, তাঁদের জন্যে আমার মন খারাপ হয়েছে।'

আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় স্লোগান দেওয়া শরীয়তপুরের পালং মডেল থানার ওসির সমালোচনা করে বহিষ্কার হওয়া ব্যারিস্টার সুমন বলেন, 'বাংলাদেশ, জয় বাংলা এবং বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত। যারা জয় বাংলা এবং বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, তাঁদের বাংলাদেশে থাকার কোনো অধিকার থাকে না। কারণ, বঙ্গবন্ধু হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক। আমি শুধু এই কথাটুকু বলার চেষ্টা করেছি, যে এটি বুকে ধারণ করতে হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানটি হবে বাংলাদেশের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, আপামর জনসাধারণের স্বার্থে।'

বিভি/এইচডব্লিউ/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2