• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আরও ৬৯৮৮ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ

প্রকাশিত: ১৯:৫৫, ৯ মে ২০২১

আপডেট: ২০:২৮, ৯ মে ২০২১

ফন্ট সাইজ
আরও ৬৯৮৮ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ

বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা (দ্বিতীয় পর্ব) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে ৮ বিভাগের ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ রবিবার (৯ মে) এই তথ্য জানান।

তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) এই তালিকা পাওয়া যাবে।

আরও পড়ুন: অবশেষে ভারত মহাসাগরে পড়লো চীনা রকেটের ধ্বংসাবশেষ

প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ১ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। 

উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট এই তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তীতে প্রকাশ করা হবে।

এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করেছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেই তালিকায় ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: 'ঈদের ছুটি তিন দিন, কর্মস্থলেই থাকতে হবে শ্রমিকদের'

বিভি/এইচকে/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2