উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে
উন্নতির দিকে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, লালমনিরহাট, বগুড়া ও দিনাজপুরের বন্যা পরিস্থিতি। ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। তবে দুর্ভোগ কমছে না তাদের। পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, পদ্মার পানি সমতলে কমতে শুরু করায় শিগগিরই উন্নতি হবে মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুরের পরিস্থিতির।
এদিকে, নাটোরে বন্যা পরিরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানি বেড়ে আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদ সীমার ৯৭ সেন্টি মিটার উপরে। বিভিন্ন এলাকার ৫টি বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ন ফসলের ক্ষেত। প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি। লালমনিরহাটে বানের পানি নেমে গেছে বাড়ি-ঘর থেকে। বেশিরভাগ বানভাসি ফিরেছেন নিজ ভিটায়। নিঃস্বরা এখনো আশ্রয়কেন্দ্রে।
মন্তব্য করুন: