দেশের বিভিন্ন জায়গার কিছু গুরুত্বপূর্ণ খবর…
* পঞ্চগড়ে একসাথে লাখো কন্ঠে শপথ পাঠ করা হয়েছে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিয়ে ও দুর্নীতি প্রতিরোধের বিষয়ে। সকালে জেলার ৫ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এর আয়োজন করে জেলা প্রশাসন।
* পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটিতে কোরবানীর পশুর হাটে চাঁদাবাজী ও জাল নোটের ব্যবহার প্রতিরোধে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। সকালে এর আয়োজন করা হয় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে।
* বরগুনা জেলার বেতাগী উত্তর করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন হয়েছে। সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে দুপুরে আদালত সড়কে এ কর্মসূচি হয়।
* ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রী হত্যা ও লাশ গুম করার অভিযোগে স্বামী এনামুল হককে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী এ রায় দেন।
* এক যুগ পর অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আলাদা তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
* কুড়িগ্রামের হলোখানায় বানভাসী মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।
* এদিকে, জামালপুরের সরিষাবাড়ির আরামনগর বাজারে ৫শ' বন্য দুর্গতকে ত্রাণ দেয়া হয়েছে। সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লারের আর্থিক সহায়তায় ওই ত্রাণ দেয়া হয়।
* কালীগঙ্গা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলার বেংরই এলাকায় কর্মসূচি পালন করা হয়।
* লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি পূনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা। সকালে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি হয়।
মন্তব্য করুন: