• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আজ ঢাকা টেস্ট শুরু

প্রকাশিত: ০৩:২০, ২৭ আগস্ট ২০১৭

আপডেট: ০৩:২০, ২৭ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
আজ ঢাকা টেস্ট  শুরু

ঢাকা টেস্ট আজ শুরু; জিতে স্মরনীয় হতে চায় বাংলাদেশ; দারুন এক সিরিজের আশা অস্ট্রেলিয়ার ১১ বছরের অপেক্ষা শেষ হচ্ছে আজ রবিবার। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। মাঠ, উইকেট কন্ডিশন মিলিয়ে দুই অধিনায়কের কাছেই আকর্ষণীয় এক ম্যাচের হাতছানি। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলা, জয়ের জন্য এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা টাইগার অধিনায়ক মুশফিকের কাছে। অন্যদিকে, অজি অধিনায়ক স্টিভেন স্মিথের ভরসা ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। গত অক্টোবরে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মিরপুরের উইকেটে। ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জিতে শেষ স্মৃতিটা সুখেরই টাইগারদের। তবে মাঝের ১১ মাসে পাল্টে গেছে মাঠের অনেক কিছুই। সংস্কারের পর মাঠ আর সবুজ গালিচা নেই। উইকেট কেমন হবে তা নিয়েও আছে শংশয়। তারপরও নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়ার চাইতে একটু বেশিই সুবিধা পাওয়ার কথা বংলাদেশের। যদিও টাইগার অধিনায়ক দুই দলের সম্ভাবনাকে দেখছেন ফিফটি-ফিফটি। অজিদের হারাতে হলে টেস্টের ১৫ সেশনে এগিয়ে থাকতে হবে ৮-৯টি সেশন। ১৪ সদস্যের স্কোয়াড থেকে কোন তিনজনকে বাদ দিবেন, তা নিয়ে রাতের ঘুম হারাম টাইগার কোচের। সেটি আবার জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকিব-তামিমের ৫০তম টেস্ট ম্যাচটি জিতে /কোচের রাতের ঘুম আরেকবার হারাম করতে চান অধিনায়ক।বরাবরের মতো সকালের উইকেট দেখে, কন্ডিশন বিবেচনা করে একাদশ ঘোষণা করবে বাংলাদেশ। অথচ স্টিভেন স্মিথ ভরা সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন প্রথম টেস্টের একাদশ। মুশফিকের মতো স্মিথও মনে করেন ক্রিকেট বিশ্ব আকর্ষণীয় এক টেস্ট সিরিজ দেখতে যাচ্ছে।অস্ট্রেলিয়া যেখানে ম্যাচের আগে নির্ভার, দল নির্বাচন থেকে শুরু করে সিরিজ জয়ের আগাম ঘোষণা দিয়ে, চাপটা নিজেদের ওপরই নিয়ে এসেছে বাংলাদেশ।

মন্তব্য করুন: