আজ কাজী নজরুল ইসলামের ৪১ তম মৃত্যুবার্ষিকী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১ তম মৃত্যুবার্ষিকী আজ; বাঙালি জাতির কাছে অমর তিনি, অভিমত নজরুল প্রেমী ও গবেষকদের।
আজ ১২ ভাদ্র। সাম্যের গায়ক জাতীয় কবি নজরুল ইসলামের ৪১ তম মৃত্যুবার্ষিকী। বাংলা ১৩৮৩ সনের এই দিনে ‘চিরতরে দূরে চলে গেলেও তিনি আমাদের দেননি তাকে ভুলিতে’। দীর্ঘ দিনের বাকরুদ্ধতার পর ইহলোক ছেড়ে গেলেও নজরুলের সৃষ্টিশীলতার চেতনা আজও জীবন্ত। বাংলা ও বাঙালি জাতি যতদিন থাকবে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক হয়ে বেঁচে থাকবেন বলে মত দিলেন নজরুল প্রেমী ও গবেষকরা।
দ্রোহের, বিদ্রোহের, মানবতার কবি বিভিন্ন নামে বাংলা সাহিত্যে নজরুলের সৃষ্টিশীলতা দ্যুতি ছড়িয়েছে দিকে দিকে। যেখানেই অন্যায়-অবিচার, সেখানেই চলেছে তার প্রতিবাদী কলম।মুক্তি আন্দোলনে তাঁর বজ্রকন্ঠ ও লেখনি ইতিহাসের অংশ। কাব্য, কন্ঠ, গান আজও এক উদ্দীপক শক্তি। প্রেরণার উৎস। বিদ্রোহের অপরাধে তাকে দীর্ঘ কারাবাসও করতে হয়েছিল। তাতেও দমেননি নজরুল।উপনিবেশবাদ , সাম্রাজ্যবাদ , সামাজিক বৈষম্য ছাড়াও স্বদেশপ্রেমের প্রতীক নজরুল পরাধীনতার জিন্জির ভেংগে বলেছিলেন, আমি মানি না কোন আইন,আমি ভরা তরি করি ভরা ডুবি,আমি ভীম, ভাসমান মাইন ।সুরের এমন কোন শাখা নেই যেখানে তার বিচরণ ঘটেনি । একাধারে গজল , শ্যামাসংগীত , ঠুমরীর পাশাপাশি লিখেছেন অসংখ্য ইসলামী গানও । আবার সব ছাপিয়ে তিনি হয়ে ওঠেন প্রেমিক কবিও।নানা চরাই উৎরাই পেরিয়ে এই ক্ষণজন্মা তার কর্মময় জীবনে দিয়ে গেছেন আলোর ঝলক। যেই আলোয় আলোকিত হয় প্রতিটি ঘর। তার ভাষায়- আমি পেতে আসিনি, এসেছিলাম দিতে ।
মন্তব্য করুন: